হযরত শেখ ইয়াহিয়া (রঃ)১০৫৩ খ্রিঃ বাংলায় আগমন করেন। হযরত শাহ্ সুফি সুলতান কমর উদ্দিন রুমি(রঃ)এর সমসাময়িক কালে তিনি আগমন করেন। শেখ ইয়াহিয়া (রঃ) এর বহু অলৌকিক গঠনা ও কেরামাতর কাহিনী লোক মুখে আজও শুনা যায়। এই মহা সাধক ৬০ বছর ইসলাম প্রচার কারে ১২০ বছর বয়সে মৃত্যু বরণ
করেন। বর্তমানে বাশাটি গ্রামে তাহার মাজার শরীফ অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস