Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
গহর মাঝির দিঘী
বিস্তারিত

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলাধীন গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামে অবস্থিত। আজ থেকে চারশ বছর আগে ৫০০ (পাচঁশত) হাত দৈর্ঘ্য ও ৩০০ (তিন) শত হাত প্রস্থ্য এই দিঘীটি জালাল উদ্দিন ওয়ালীশাহ্ খনন করিয়েছিলেন। ১৬ হাত খনন কারার পরও যখন দিঘীতে পানি উঠার লক্ষণ দেখা গেলনা তখন জালাল উদ্দিন ওয়ালীশাহ্ স্বপ্নে আদিষ্ট হয়ে এক নাবালিকা সুন্দরী মেয়েকে নতুন শাড়ি পারিয়ে দিঘীতে উৎসর্গ করলে প্রবল বেগে পানি উঠতে শুরু করল। সেই সাথে ভেসে উঠল একটি বৈঠা, দীর্ঘদিন পর মেঘনা র্তীরের গহর নামের এক মাঝি এখানে এসে তার হারানো বৈঠাটি ফিরে পায়। ফিরে পায় তার  প্রেমিকাকে এই ঘটনার পর থেকেই দিঘীর নাম হয়ে যায় ‍‍“গহর মাঝির দিঘী”।