Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জন্ম নিবন্ধন সংশোধন সংক্রান্ত সচরাচর প্রশ্নউত্তর

সংশোধন সংক্রান্ত জিজ্ঞাসিত প্রশ্ন ও তার উত্তর

*** আপনার জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করতে হলে, নিম্নলিখিত পদক্ষেপ গুলি অনুসরণ করুন ***

০১।  আমার  জন্ম তারিখ 01/01/2001 এর পূর্বে /আগে । আমার পিতা/মাতার জন্ম নিবন্ধন নাই ,  আমার প্রাতিষ্টানিক শিক্ষাগত সনদ নাই।

       আমার জন্ম নিবন্ধনটি কিভাবে সংশোধন করতে পারি?


 উত্তর :  ১। আপনার অনলাইন জন্ম নিবন্ধন সনদ 

            ২। আপনার জাতীয় পরিচয়পত্র (যদি থাকে) 

           ৩। আপনার পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র

          ৪। প্রাতিষ্ঠানিক শিক্ষাগত সনদ নাই মর্মে হলফ নামা  

          ৫। চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র (এনআইডি না থাকলে) ও হালনাগাদ ট্যাক্স রশিদ

         দিয়ে সংশোধন আবেদন করে সনদ সংশোধন করতে পারবেন। 

(বিঃদ্রঃ শিক্ষাগত সনদ ছাড়া জন্ম তারিখ সংশোধন করা যাবেনা)।


০২। আমার  জন্ম তারিখ 01/01/2001 এর পূর্বে /আগে । আমার প্রাতিষ্টানিক শিক্ষাগত সনদ  ‍Ssc/Hsc/স্নাতক পর্যন্ত হয়ে গেছে কিন্ত শিক্ষাগত

       সনদে পিতা-মাতার নামের সাথে পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের গড়মিল আছে আমার জন্ম নিবন্ধনটি কিভাবে সংশোধন করতে পারি?


উত্তর :  আপনি যদি ২০০৮ সালে বা তার পূর্বে পঞ্চম শ্রেণী পাস করে থাকেন তাহলে আপনার SSC সনদ অনুযায়ী আপনার জন্ম নিবন্ধন সংশোধন

        করে নিতে পারেন অথবা আপনার সকল শিক্ষাগত সনদ যদি সংশোধন করতে চান তাহলে পিতার মাতার জাতীয় পরিচয়পত্রের সাথে মিলিয়ে

        আপনার জন্ম নিবন্ধন সংশোধন করে তারপর শিক্ষাগত সনদ সংশোধন করে নিতে পারেন।

       (জন্ম তারিখ 01/01/2001 এর পূর্বে /আগে হলে আপনার পিতা/মাতা মৃত হলেও তাদের মৃত্যুর কোন প্রমাণপত্র দাখিল করতে হবে না।)



০৩। আমার  জন্ম তারিখ 01/01/2001 বা এর পরে । আমার পিতা/মাতার জন্ম নিবন্ধন নাই , আমার প্রাতিষ্টানিক শিক্ষাগত সনদ নাই।

       আমার জন্ম নিবন্ধনটি কিভাবে সংশোধন করতে পারি?

উত্তর :  ১। আপনার অনলাইন জন্ম নিবন্ধন সনদ 

           ২। আপনার জাতীয় পরিচয়পত্র (যদি থাকে) 

           ৩। আপনার পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন না থাকলে পিতা-মাতার জন্ম নিবন্ধন নতুন করে নিতে হবে) 

           ৪। প্রাতিষ্ঠানিক শিক্ষাগত সনদ নাই মর্মে হলফ নামা 

          ৫। চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র ও হালনাগাদ ট্যাক্স রশিদ দিয়ে সংশোধন আবেদন করে সনদ সংশোধন করতে পারবেন।

       (বিঃদ্রঃ শিক্ষাগত সনদ ছাড়া জন্ম তারিখ সংশোধন করা যাবেনা)।


০৪। আমার  জন্ম তারিখ 01/01/2001 বা এর পরে । আমার প্রাতিষ্টানিক শিক্ষাগত সনদ  ‍Psc/Jsc/‍Ssc/Hsc পর্যন্ত হয়ে গেছে কিন্ত

     শিক্ষাগত সনদের সাথে জন্ম নিবন্ধন গড়মিল আছে আমার জন্ম নিবন্ধনটি কিভাবে Jsc/Ssc সনদের সাথে মিল করতে পারি?


উত্তর :  যেহেতু আপনার পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র ২০০৮ বা ২০১০ সালের দিকে নিবন্ধন করেছে  এবং আপনার Psc (প্রাথমিক শিক্ষা

        সমাপনী সনদ) পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র হাতে পাওয়ার পরে লিখা হয়েছে এক্ষেত্রে আপনার Psc (প্রাথমিক শিক্ষা সমাপনী সনদ)

       অনুযায়ী নাম ও জন্ম তারিখ সংশোধন করতে পারবেন। এবং পিতা-মাতার নামে ভূল থাকলে পিতা-মাতার জন্ম নিবন্ধন তাদের জাতীয়

       পরিচয়পত্র অনুযায়ী সংশোধন করে (যদি ভূল থাকে) আপনার জন্ম নিবন্ধনের সাথে ম্যাপিং/হালনাগাদ করে নিতে হবে।


      {{ ২০০৯ সাল থেকে অদ্যবদি পর্যন্ত যারা Psc (প্রাথমিক শিক্ষা সমাপনী সনদ) পেয়েছেন তাদের Psc (প্রাথমিক শিক্ষা সমাপনী সনদ)

       অনুযায়ী নাম ও জন্ম তারিখ সংশোধন করতে । }}


    * যদি আপনার জন্ম তারিখ 01/01/2001 এর পরে হয় আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন না থাকে এবং আপনার পিতা/মাতা মৃত হয় এবং,

      তবে আপনার জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় আপনার পিতা/মাতার নাম সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে আপনার

      পিতা/মাতার মৃত্যুর প্রমাণপত্র দাখিল করতে হবে।

     যা লাগবে : জন্ম তারিখ 01/01/2001 বা এর পরে হলে আপনার অনলাইন জন্ম নিবন্ধন সনদ 

                     ২।PSC ও JSC সনদ ফটোকপি

                     ৩। আপনার জাতীয় পরিচয়পত্র (যদি থাকে) 

                     ৪। আপনার পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন না থাকলে পিতা-মাতার জন্ম নিবন্ধন নতুন করে নিতে হবে)  

                     ৫। চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র ( প্রযোজ্য ক্ষেত্রে )  দিয়ে সংশোধন আবেদন করে সনদ সংশোধন করতে পারবেন।

 

 

জন্মের ৪৫ দিনের মধ্যে আপনার সন্তানের জন্ম নিবন্ধন করুন।

মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করুন।